বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সোমবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধুলাবালির কারণে মির্জা ফখরুল অসুস্থ অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো বলে জানান শায়রুল কবির।
এদিকে, চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে হাসপাতালের ভিড় এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। তবে, দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব।