এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমান সময়ে আমাদের প্রস্তুতি মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর ভিত্তি করে। নির্বাচনের দিন ঘনিয়ে এলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব বণ্টন হবে। এরপর সেই নির্দেশনার আলোকে আমরা কাজ করব।”
র্যাব মহাপরিচালক আরও জানান, বাহিনীর সদস্যদের আইন ও বিধিবিধান বিষয়ে ইনহাউস প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “এ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আমাদের মূল লক্ষ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখা।”