স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আটটার দিকে কাশিম মুন্সির নেতৃত্বে ১৫–২০ জনের একটি সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে নাজমুলকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। তারা তাকে রাস্তার মধ্যে ফেলে নির্মমভাবে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা দ্রুত আহত নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় নাজমুলের মামা মহসিন বকাউল বলেন....
“কাশিম মুন্সি আমার মোবাইলে ফোন দিয়ে জানান, আমার ভাগিনা নাজমুল ও তার চাচাতো বোন লাভলী বেগমকে নিয়ে সিএনজিতে ওঠা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তিনি এ বিষয়ে আমার মতামত জানতে চান। আমি বলি, আমি এসে বিষয়টি দেখব। এরপরও তারা আমাকে আবার ফোন করে দ্রুত সমাধান করতে বলে। আমি তখন জানাই দোকান বন্ধ করে আসতে ১০–১৫ মিনিট সময় লাগবে। কিন্তু কিছুক্ষণ পর খবর পাই, আমার ভাগিনাকে ১৫–২০ জন মিলে রাস্তায় ফেলে পিটাচ্ছে।
আমি ছুটে গেলে দেখি, আমার মা ও বোন নাজমুলকে বাঁচাতে গেলে তারাও হামলার শিকার হন। পরে আমি আহত নাজমুল, আমার মা এবং বোনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করি। পরদিন সকালে বিষয়টি নিয়ে কাশিম মুন্সিদের সঙ্গে কথা বলতে গেলে তার সন্ত্রাসী বাহিনী আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়।”
মহসিন বকাউল আরও বলেন, “এটি একটি পরিকল্পিত ও ন্যাক্কারজনক ঘটনা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করছি।”