সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশকালঃ ২০ মার্চ ২০২৩ ০৩:১১ অপরাহ্ণ ১৪৭ বার পঠিত
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

য়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড গড়া অবিস্মরণীয় জয়ের পর দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাই টাইগার বাহিনী। একাদশে আজ একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। 

 

আজ দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। আজ জিতলেই সিরিজ নিজেদের হয়ে যাবে তামিম ইকবালের দলের। অন্যদিকে, সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই আয়ারল্যান্ডের সামনে। 

দ্বিতীয় ওয়ানডেতে আজ এক পরবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেসার মুস্তাফিজুর রহমানের জায়গায় আজ একাদস্বহে এসেছেন হাসান মাহমুদ। আইরিশ একাদশেও আজ এসেছে এক পরিবর্তন।  স্পিনার গ্যারেথ ডিলানির জায়গায় আজ অভিষেক হচ্ছে ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিসের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ। 

 

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস ও অ্যান্ড্রু ম্যাকব্রাইন।