রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৬ ০৩:৫০ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর ভাটারায় নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাঈম পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। পেশায় তিনি পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘বুধবার (৩১ ডিসেম্বর) রাত দশটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট কার চালাচ্ছিলেন নাঈম কিবরিয়া। সেখানে অজ্ঞাতনামা মোটরসাইকেল সঙ্গে ধাক্কা লাগায় মোটরসাইকেলের চালকসহ অজ্ঞাতনামা যুবকেরা নাঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে নামিয়ে উপর্যুপরি মারপিট করে রাস্তায় ফেলে রেখে যান। খবর পেয়ে সেখান থেকে তার খালাতো ভাই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই আরও বলেন, ‘খবর পেয়ে দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন।’

নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম বলেন, ‘নাঈম কিবরিয়া পাবনা জজ কোর্টের আইনজীবী ১০ দিন আগে পূর্বাচল আমার বাসায় আসে নাঈম। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা ছিল; সেই মামলা সংক্রান্ত বিষয়ে ঢাকা সুপ্রিম কোর্টে আইনজীবীদের সঙ্গে আলোচনা ও জামিন বিষয়ে তার ঢাকায় এসেছিল।’

তিনি আরও বলেন, ‘গতকাল তার এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে সে বের হয়েছিল। রাতে তার নাম্বারে ফোন করলে ওই এলাকার সিকিউরিটি গার্ডের মাধ্যমে খবর পাই, তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় মারপিট করে ফেলে রেখে গিয়েছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দিবাগত রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’