চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ   |   ৬৬ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে যথাযথ মর্যাদার সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন করা হয়। 


শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে পতাকা (অর্ধনমিত) উত্তোলণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।


কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের নেতৃত্বে সকল শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা প্রভাতফেরির মাধ্যমে নবাবগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে কলেজ প্রাঙ্গণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


আলোচনা সভা, বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ এবং শহিদদের স্মরণে দোয়া পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।