হাসিনার দোসররা দেশে বসে ষড়যন্ত্র করছে: শামা ওবায়েদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০১:০৪ অপরাহ্ণ   |   ৪০৯ বার পঠিত
হাসিনার দোসররা দেশে বসে ষড়যন্ত্র করছে: শামা ওবায়েদ

ঢাকা প্রেস,সালথা উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি:-



শামা ওবায়েদ মন্তব্য করেছেন যে, "হাসিনার দোসররা দেশে বসে ষড়যন্ত্র করছে।" শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে স্থানীয় বিএনপির এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

 

শামা ওবায়েদ বলেন, "আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। এটি চলতে থাকবে, কারণ শেখ হাসিনা ভারতে বসে এবং তার দোসরা বাংলাদেশে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তারা আমাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাবে, কিন্তু তাদের সে সুযোগ যেন না পাওয়া যায়। তাই সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।"
 

তিনি আরও বলেন, "গত ১৫ বছরে সারাদেশে বহু বিএনপি নেতাকর্মী গুম ও খুন হয়েছে, এবং অনেকেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি বিনা কারণে জেল খেটেছেন এবং বর্তমানে অসুস্থ। তার জন্য সবার দোয়া কামনা করছি।"
 

শামা ওবায়েদ যোগ করেন, "আপনারা যে ১৭ বছর ধরে নির্যাতিত হয়েছেন, এটি একটি গুরুতর বিষয়। আওয়ামী লীগ তাদের দলপক্ষের নামে আপনাদের ঘাড়ে চেপে বসতে চায়, এবং আপনিরাই তাদের ফোন করে দলপক্ষ ভারী করার সুযোগ দেন। এসব বন্ধ করতে হবে। আমাদের দলের শক্তি আওয়ামী লীগ দিয়ে বাড়ানো সম্ভব নয়, বিএনপিকেই শক্তিশালী করতে হবে।"
 

উঠান বৈঠকে সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লাভলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজাদ মাতুব্বর, বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর মাতুব্বর, উপজেলা যুবদল নেতা মো. মাহফুজ খান, এনায়েত হোসেন, মিরান মাতুব্বর, শ্রমিকদল নেতা কালাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

এর আগে শামা ওবায়েদ দলীয় নেতাকর্মীদের নিয়ে বল্লভদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত আলতাফ মাতুব্বরের কবর জিয়ারত করেন।