আবু সাঈদের বাড়ি যাবেন ড. ইউনূস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ আগu ২০২৪ ০৩:৪২ অপরাহ্ণ   |   ৪২১ বার পঠিত
আবু সাঈদের বাড়ি যাবেন ড. ইউনূস

ঢাকা প্রেস নিউজ
কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদের স্মরণে রংপুর যাবেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।


 

কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়ি যাবেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে হেলিকপ্টারে রংপুরে পৌঁছাবেন।
 

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। ড. ইউনূস আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সঙ্গে দেখা করবেন।
 

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) বিমানবন্দরে আবু সাঈদের কথা স্মরণ করে ড. ইউনূস আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আবু সাঈদের মতো একজন সাহসী যুবকের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে।
 

আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা

গত ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন।