ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-
টাঙ্গাইলের ভূঞাপুরে দুটি বাসের প্রতিযোগিতার ফলে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের কুঠিবয়ড়া বাজার মোড়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর পড়ে যায়। এতে একজন পথচারী নিহত হওয়ার পাশাপাশি অন্তত দশজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা আব্দুল হালিম (৫৫)। তিনি কুঠিবয়ড়া বাজার মোড়ে মনোহরি দোকানদার ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা এসএস ট্রাভেলস ও ভাই ভাই পরিবহনের দুটি বাস অতিরিক্ত গতিতে চলছিল। এক পর্যায়ে কুঠিবয়ড়া বাজার মোড়ে এসএস ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল হালিমকে চাপা দিয়ে একটি বাড়ির ওপর পড়ে যায়।
বাড়ির মালিক শারমিন আক্তার জানিয়েছেন, ঘটনার সময় তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙে গেলে দেখেন বাড়ির ওপর একটি বাস উল্টে পড়েছে। তিনি ও তার শাশুড়ি আহত হয়েছেন।
ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তদন্ত শুরু করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।