মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৫ ০৫:৫৮ অপরাহ্ণ   |   ২৬০ বার পঠিত
মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত

ঢাকা প্রেস নিউজ

 

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও ভুয়া কল রেকর্ড প্রচারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

 



কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 



সোমবার দুপুরে মুরাদনগর উপজেলা পরিষদের শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সচেতন নাগরিকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

বক্তাদের বক্তব্য.....

কর্মসূচিতে বক্তব্যে "ওমর ফারুক সোহাগ" বলেন-“ফ্যাসিস্ট সরকারের শাসনামলে মিথ্যা মামলার শিকার হয়ে মুরাদনগরের সাধারণ মানুষের প্রিয় নেতা কায়কোবাদ দাদা দীর্ঘ তেরো বছর দেশছাড়া ছিলেন। বর্তমান সরকারের পতনের পরও তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যাচার ও সম্মানহানির অপচেষ্টা চালাচ্ছে। আমরা এসব মিথ্যা প্রচারের তীব্র নিন্দা জানাই এবং দায়ীদের দ্রুত এ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানাই। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

 


 

কর্মসূচিতে বক্তারা আরও বলেন, “কায়কোবাদ দাদার সাহসী নেতৃত্বের ফলে ৫ আগস্টের পর মুরাদনগরে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

 


 

উপস্থিত নেতৃবৃন্দ.......

কর্মসূচিতে বক্তব্য দেন চঞ্চল রায়হান, আবুল হাসান সরকার, আলমগীর হোসেন, আবুল হাসান জুয়েল, রাকিবুল ইসলাম রুবেল, বিজয় নেছার, এবং নাছির খান।

 

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনির হোসেন, ডালিম আহমেদ, এম.এস. ইকবাল, রায়হান উদ্দীন, ইয়াসির আরাফাত, খন্দকার অনন্ত, ইমরান, জুয়েল, শামসুদ্দিন, রাসেল আহমেদ, হাবিব, এনামুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।