দক্ষিণ হালিশহরে জুলাই -আগষ্ট ২০২৪ ‌‌শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৫ ০১:২৬ অপরাহ্ণ   |   ৬৯ বার পঠিত
দক্ষিণ হালিশহরে জুলাই -আগষ্ট ২০২৪ ‌‌শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ( চট্টগ্রাম):-



নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ৩৯ ‌‌নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ -সভাপতি মোঃ শরীফের সভাপতিত্বে  আলী শাহ খামার বাড়ি জামে মসজিদে দোয়া মাহফিলে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ইদ্রিস সাহেব।

স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ নূরুল আমিন, মোঃ এবাদুল হক, প্রবীণ বিএনপি নেতা মোঃ নিজাম উদ্দিন নেজাম,স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আশরাফ আল সাবা, মোঃ রাশেদুল আলম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বিগত ২৪ সালে জুলাই -আগস্ট নিহত সকল শহীদদের এবং আহত হাজার হাজার ছাত্র জনতার জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা সহ জুলাই আগস্ট শহীদদের স্মরণে দোয়া কামনা করেন।

পরিশেষে তবারুক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।