ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় একই পরিবারের ৫ জনসহ ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকেলে উপজেলার অচিন্তপুর সীমান্তের পিলার ২৯৪/৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম।
আটককৃতদের মধ্যে রয়েছেন— বগুড়া সদরের মংলা চন্দ্র, গণেশ চন্দ্র, সোহাগ চন্দ্র, বুদা চন্দ্র, বিকাশ চন্দ্র, দিনাজপুরের বিরল উপজেলার কামরুজ্জামান, বিরামপুর উপজেলার মমিনুর রহমান এবং ছইবুর রহমান।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটককৃত ৮ জনসহ পলাতক ৫ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা এবং সহায়তা করার অভিযোগে সোমবার রাতে বিরামপুর থানায় মামলা দায়ের করেছে বিজিবি। আইনগত প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।