ঢাকা প্রেস নিউজ
মহান বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) উদযাপনে বাংলাদেশের ৭টি স্থানে নৌবাহিনীর ৭টি জাহাজ সাধারণ জনগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
রোববার (১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় দিবসের দিন ঢাকা সদরঘাটে বানৌজা কুশিয়ারা, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটিতে বানৌজা সুমরা, এবং চট্টগ্রামের নিউমুরিং নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান সবার জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়া, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা পদ্মা, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা তুরাগ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা মহিবুল্লাহ, এবং পটুয়াখালীর পায়রা বন্দরে বানৌজা অপরাজেয় দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
নৌবাহিনীর জাহাজগুলো ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সাধারণ জনগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানানো হয়েছে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে।