টুঙ্গিপাড়ায় ডাব পাড়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ জন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ অক্টোবর ২০২৫ ০৬:৩৫ অপরাহ্ণ   |   ৪৭ বার পঠিত
টুঙ্গিপাড়ায় ডাব পাড়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ জন

গোপালগঞ্জ প্রতিনিধি:-

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব পাড়া নিয়ে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর বাকি সাতজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 

ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের নলবাগান এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
 

পুলিশ জানায়, বিকেলে গওহরডাঙ্গা গ্রামে একটি গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে শ্রীরামকান্দি গ্রামের মশিউর উস্তার ছেলে রোহান উস্তা (২০) এবং গওহরডাঙ্গা গ্রামের আকবর আলী খানের ছেলে সুমন খান (১৮)-এর মধ্যে ঝগড়া বাধে। কে গাছে উঠবে, তা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। খবরটি দ্রুত দুই গ্রামে ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রামের অন্তত ১৫ জন আহত হন।
 

ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
 

তিনি আরও জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”