আদর্শ শিক্ষক ফোরামের ৫দফা দাবি কিন্ডারগার্টেন কে সরকারি বৃত্তিতে সুযোগ দানে প্রধান দাবি : এস এম দিদার 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ জুলাই ২০২৫ ০৩:০৪ অপরাহ্ণ   |   ৯৩ বার পঠিত
আদর্শ শিক্ষক ফোরামের ৫দফা দাবি কিন্ডারগার্টেন কে সরকারি বৃত্তিতে সুযোগ দানে প্রধান দাবি : এস এম দিদার 

হোসেন বাবলা (শিক্ষা বার্তা-চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম মহানগর,জেলা - উপজেলা ও ইউপিতে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষা বিস্তারে কিন্ডারগার্টেন শিক্ষা প্রদ্ধতি ব্যাপক অবদান সহ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এই বে- সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ অধিকাংশ সহায়তা করে যাচ্ছে।

সরকার প্রদত্ত প্রাথমিক ও গণশিক্ষা, ইবতেদায়ী, মাধ্যমিক   পর্যায়ের বোর্ড বই গুলো প্রদান করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করছে শিক্ষা বোর্ড।

কিন্তু চলতি সময়ে সরকারের ঘোষিত নীতিমালায় প্রাথমিক ও মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষার কিন্ডারগার্টেন স্কুল সমূহ কে বাদ দিয়ে এই পরীক্ষা হলে দেশের প্রায় ৪০-৪৫ শতাংশ ছেলে মেয়ে বঞ্চিত হচ্ছেন এটি নিশ্চিত...!

এছাড়াও প্রাথমিক ও জুনিয়র মাধ্যমিক স্তরে সমাপনী পরীক্ষা না হওয়ায় অধিকাংশ ছাত্র-ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে শিক্ষা হার হ্রাস পেয়েছে বলেও একাধিক শিক্ষক - শিক্ষিকা এই প্রতিবেদককে জানিয়েছেন।

এদিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী" আদর্শ শিক্ষক ফোরাম" নামে একটি সংগঠন শনিবার সকাল ১০টায়  জরুরি মিটিং   করে এ সংক্রান্ত ৫দফা দাবি উত্থাপন করছে: দাবি সমূহ হচ্ছে -১)কিন্ডারগার্টেন কে সরকারি বৃত্তিতে অংশ গ্রহন করতে দিতে হবে।

২)প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিতে হবে।
৩) বার্ষিক ১২ লক্ষ  টাকা অনুদান দিতে হবে।
৪) শিক্ষকদের এমপিও করতে হবে।
৫)শিক্ষকদের রেশনিং ব্যাবস্থা করার প্রস্তাব দেন।

শনিবার(২৬ জুলাই )সকালে আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি এস এম দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই ৫দফা দাবি গুলো উপস্থাপন করেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ খবির উদ্দিন আহমদ , শিক্ষক মোঃ রায়হান, শিক্ষক মোঃ আনিস- উজ জামান, শিক্ষক মোঃ কাশেম আলী, শিক্ষিকা কাজী রেহানা আক্তার, শিক্ষক মোঃ বোরহান উদ্দিন শাওন, শিক্ষক মোঃ স্বপন মিয়া , শিক্ষক মোঃ আলা আমীন , শিক্ষক মোঃ হাফিজুর রহমান, শিক্ষক বিশ্বনাথ রায় , শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা আরো বলেন, শিক্ষার উন্নয়নে সার্বজনীন বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল সমূহ কে অন্তর্ভূক্তির জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা এর আশু দৃষ্টি আকর্ষণ করেছেন চট্টগ্রাম আদর্শ শিক্ষক ফোরাম।