মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ র্যাব-১৪, সদর কোম্পানির একটি আভিযানিক দল ধর্ষণ মামলার প্রধান আসামি বদরুল ইসলাম ওরফে রিয়াজ (৩০)–কে গ্রেফতার করেছে।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী (৩৫) একজন স্বামী পরিত্যক্তা নারী। তিনি আসামির মালিকানাধীন পাঁচতলা একটি মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় সন্তানকে নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। সন্তান উক্ত মাদ্রাসার ছাত্র হওয়ায় আসামি প্রায়ই ভুক্তভোগীর বাসায় যাতায়াত করত এবং তার খোঁজখবর নিত।
আসামি বিভিন্ন সময়ে বিবাহের প্রলোভন দেখিয়ে এবং প্রতারণামূলক কথাবার্তার মাধ্যমে ভুক্তভোগীকে প্রলুব্ধ করে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাতে আনুমানিক ১১টা ৩০ মিনিটে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী যখন বিবাহের জন্য চাপ দেন, আসামি তা অস্বীকার করে।
এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে ২৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-৩১; ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩/২৫) এর ৯(খ)।
র্যাব-১৪-এর দল আসামির অবস্থান শনাক্ত করে সিপিএসসি, র্যাব-১ গাজীপুরের সহায়তায় ২২ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১৪:৪০ ঘটিকায় গাজীপুর জেলার জয়দেবপুর থানার পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি বদরুল ইসলাম ওরফে রিয়াজকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।