কুড়িগ্রামে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম: প্রধানমন্ত্রীর ৫ম পর্যায়ের ২য় ধাপের উদ্বোধন

প্রকাশকালঃ ০৯ জুন ২০২৪ ১০:৩৯ অপরাহ্ণ ৯০১ বার পঠিত
কুড়িগ্রামে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম: প্রধানমন্ত্রীর ৫ম পর্যায়ের ২য় ধাপের উদ্বোধন

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-



কুড়িগ্রাম, ৯ জুন ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ৩২১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করেছেন। এই অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে।

 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানিয়েছেন, এটি ৫ম পর্যায়ের ২য় ধাপের অংশ, যার আওতায় কুড়িগ্রামে মোট ৪,৯২০ টি পরিবার জমিসহ ঘর পাবে।

গৃহ প্রদানের বিবরণ:

  • চর ডিজাইনে নির্মিত ঘর: ৪৪৭ টি
  • প্রতিটি সেমি-পাকা ঘরের জন্য বরাদ্দ: ৩ লাখ ৪ হাজার ৫শত টাকা
  • চর ডিজাইনের ঘরের জন্য বরাদ্দ: ২ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা
  • জরাজীর্ণ ব্যারাক নতুন করে নির্মিত ঘর প্রতি: ৩ লাখ ৪ হাজার ৫শত টাকা
     

 

আগামী ১১ জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবারগুলিকে জমির দলিল হস্তান্তর করবেন। এই প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।
 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:

  • অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়
  • জেলা তথ্য অফিসার মো. শাজাহান আলী
  • কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ
  • সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক
  • দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বক্সী
  • চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক
  • মাইটিভি প্রতিনিধি আশরাফুল হক রুবেল ও আনোয়ার সাঈদ তিতু
  • দৈনিক বিজয় বাংলাদেশের জেলা প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।