কুড়িগ্রামে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ   |   ১০৪ বার পঠিত
কুড়িগ্রামে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থার দাবিতে কুড়িগ্রামের শিক্ষার্থীরা বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে।

 

মঙ্গলবার কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে অবস্থান নেয়। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
 

পরে অতিরিক্ত কুড়িগ্রাম জেলা প্রশাসক উত্তম কুমার রায় ও কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
 

শিক্ষার্থীরা নারী ও শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানায় এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেয়।
 

প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।
 

এই বিক্ষোভে অংশ নেওয়া স্বপন কুমার সরকার নামের এক শিক্ষার্থী বলেন, 'শিশু ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় চুপ করে বসে থাকা সম্ভব নয়। আমরা নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে রাস্তায় নেমেছি।'
 

আরেক শিক্ষার্থী জান্নাতুল তুহরা তন্নীর কণ্ঠেও ক্ষোভ ঝরছিল।
 

তিনি বলেন, 'দেশজুড়ে নারী ও শিশুর প্রতি পাশবিক নির্যাতনের ঘটনা আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।'
 

জান্নাতুল মিম নামের এক আন্দোলনকারী বলেন, 'নারী ও শিশু নির্যাতনকারীদের জন্য এমন কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে কেউ ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস না পায়।'