বিনোদন ডেস্ক:-
টেলিভিশন নাটকের পরিচিত মুখ মৌ শিখা। বহু বছর ধরে ছোট পর্দায় কাজ করে আসছেন তিনি। তবু চলতি সময়ে চরম হতাশার মধ্য দিয়ে দিন কাটছে এই অভিনেত্রীর। বিগত আড়াই মাসে হাতে নেই উল্লেখযোগ্য কোনো কাজ। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় আবেগঘন একটি বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বার্তায় উঠে এসেছে তাঁর অভিমান, বেদনা আর অবমূল্যায়নের কষ্ট।
এক দীর্ঘ ফেসবুক পোস্টে মৌ শিখা লিখেছেন,
“আমি মৌ শিখা। বহু বছর ধরে অভিনয় করে আসছি। এতদিন নিজেকে অভিনেত্রী ভাবতাম, কিন্তু এখন সেটা ভাবতেও লজ্জা লাগে। আগে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, এখন তা নেমে এসেছে মাত্র চার-পাঁচ দিনে। তাহলে আমি কিভাবে নিজেকে অভিনয়শিল্পী বলব?”
শুধু কাজের অভাব নয়, মৌ শিখা অনুভব করছেন অবহেলার তীব্র যন্ত্রণা।
“অভিনয়ই আমার পেশা, এ দিয়েই সংসার চলে। জানি, বেঁচে থাকতে মূল্যায়ন না হলেও মরে গেলে অনেকে হয়তো বলবেন— আহারে, কত সহজ-সরল ছিল, কারো ক্ষতি করেনি, আত্মা শান্তি পাক! কিন্তু এতে আমার কী উপকার হবে? আমার দরকার এখন কাজ।”
পোস্টে তিনি অনুরোধ জানিয়ে লিখেছেন,
“আমি চাই বেঁচে থাকতেই যেন আমার মূল্যায়ন হয়। আমি মরলে কেউ দয়া করে আফসোস করবেন না, আমাকে মনে রাখারও দরকার নেই। আমি তো পারিশ্রমিক বাড়াইনি, ২৫ বছর ধরে মিডিয়ায় কাজ করছি, এখনো পারিশ্রমিক খুব বেশি না। তাহলে হঠাৎ করে কেন কাজ কমে গেল? পরিচালকেরা আমাকে ডাকছেন না কেন?”
সবশেষে মৌ শিখা লেখেন,
“যতদিন বাঁচি, কাজ করে যেতে চাই। আমার সহকর্মীদের বলছি, আপনারা আমার পাশে থাকুন, একটু সহযোগিতা করুন। একজন শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া খুব কষ্টের। আল্লাহর ওপর ভরসা আছে।”
অভিনেত্রীর এই খোলা চিঠি দেখে তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা দুঃখ প্রকাশ করেছেন। জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ফেসবুকে সেই পোস্ট শেয়ার করে মৌ শিখার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, মৌ শিখা দীর্ঘদিন ধরে নাট্যজগতে কাজ করছেন। অসংখ্য জনপ্রিয় নাটকে তাকে দেখা গেছে। তার অভিনীত ‘যমজ ভূতের গল্প’ নামের একটি চলচ্চিত্র দীর্ঘদিন আগে শুটিং শেষ হলেও এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে।