আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মধ্যে নির্মিত দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন হতে যাচ্ছে।
পাঁচদিন এগিয়ে এনে আগামী ২০ আগস্ট উদ্বোধন করা হবে এই সেতুটি। এর আগে, সেতুটি উদ্বোধনের তারিখ প্রথমে ২ আগস্ট এবং পরে ২৫ আগস্ট নির্ধারন করা হয়েছিল।
সোমবার (১১ আগস্ট) রাতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামীম বেপারী স্বাক্ষরিত এক পত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী।
গত ৪ জুলাই স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী সেতুটি যান। তিনি সেতুটি জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে জুলাই মাসেই উদ্বোধন করার কথা বলেছিলেন।
এরপর গত ১৩ জুলাই স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ শামীম বেপারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২ আগস্ট সেতুটি উদ্বোধনের বিষয়টি জানানো হয়। সেতু উদ্বোধনের অন্তিম মুহূর্তে তারিখ পিছিয়ে ২৫ আগস্ট নির্ধারণ করা হয়। এরপর সবশেষ উদ্বোধনের তারিখ এগিয়ে এনে আগামী ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।