কোর অব সিগন্যালস্ এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান-২০২৫

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৫ ০৯:০৩ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
কোর অব সিগন্যালস্ এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান-২০২৫

আরিফুজ্জামান (সাগর):



আজ যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এ বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস্ এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হলেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)।


 


 

নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে জ্যেষ্ঠতম অফিসার এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার “কর্নেল কমান্ড্যান্ট র‍্যাঙ্ক ব্যাজ” পরিয়ে দেন। বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট অনুষ্ঠানে উপস্থিত সকলের উদেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে আধুনিক যোগাযোগ, যোগাযোগ নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষনার গুরুত্ব উল্লেখপূর্বক সিগন্যাল কোরের সকল সদস্যদের এক্ষেত্রে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
 

অনুষ্ঠানে ডিজি, ডিজিডিপি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া; সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; সিগন্যাল ইউনিটের সকল অধিনায়াকগণ; অন্যান্য সেনা কর্মকর্তাগণ; এবং অন্যান্য পদবীর সৈনিকগণ  উপস্থিত ছিলেন।