ঢাকা প্রেস,বান্দরবান প্রতিনিধি:-
দীর্ঘ ১৫ বছর পর বান্দরবানে অনুষ্ঠিত হলো প্রতীক্ষিত নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উজানিপাড়া সমিল ঘাটে এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিলেন হাজারো মানুষ।
আয়োজক কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে নৌকাবাইচসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ ছিল। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং ঐতিহ্যবাহী ক্রীড়া সংস্কৃতি পুনরুদ্ধারের লক্ষ্যে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে নৌকাবাইচসহ ১১টি খেলার আয়োজন করা হয়। অন্যান্য খেলাগুলোর মধ্যে রয়েছে প্রীতি ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স, বলিখেলা, ও তৈলাক্ত বাঁশে ওঠার প্রতিযোগিতা।
নৌকাবাইচ ছিল এই আয়োজনের প্রথম দিনের প্রধান আকর্ষণ। এতে বান্দরবান জেলা সদরের নারী-পুরুষ মিলে ১৮টি দলে মোট ১৪৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং অ্যাডভোকেট উবাথোয়াই মারমা প্রমুখ।
এই আয়োজন বান্দরবানের ক্রীড়া সংস্কৃতির পুনর্জাগরণের নতুন বার্তা বহন করছে বলে মনে করছেন স্থানীয়রা।