ঢাকায় জাতিসংঘের আঞ্চলিক অফিস স্থাপন নিয়ে প্রশ্ন তুললেন আজহারী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জুলাই ২০২৫ ০৫:১৯ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
ঢাকায় জাতিসংঘের আঞ্চলিক অফিস স্থাপন নিয়ে প্রশ্ন তুললেন আজহারী

রাজধানী ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন (OHCHR)-এর একটি আঞ্চলিক অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ উদ্দেশ্যে গত শুক্রবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
 

শনিবার (১৯ জুলাই) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
 

তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, "এ দেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?"
 

পোস্টের মন্তব্যে তিনি আরও লেখেন, "যেসব দেশে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর রয়েছে, সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন?"
 

মানবাধিকার ও শান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আজহারী বলেন, "শান্তি ও মানবাধিকার রক্ষায় যদি আমরা নিজেরা পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে না পারি, তাহলে জাতিসংঘ এসে কী করবে?"