ছাত্রজনতার উপর হামলাকারী শামীম ওসমানের সহযোগী সিদ্দিক এখনও অধরা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৮ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
ছাত্রজনতার উপর হামলাকারী শামীম ওসমানের সহযোগী সিদ্দিক এখনও অধরা

নিজস্ব প্রতিবেদক:-

 

জনতার গণঅভ্যুত্থানে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় শামীম ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার ইসদাইরের সিদ্দিক এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েনি। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
 

ইসদাইর এলাকায় দীর্ঘদিন ধরে অরাজকতা, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল সিদ্দিক। ছাত্রদের উপর অমানবিক হামলা চালানো, গুলি করে আহত ও হত্যার ঘটনাতেও তার নাম কোনো মামলায় উল্লেখ হয়নি। উল্টো বহাল তবিয়তে এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে চলেছে সে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম ওসমান বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন। অপরদিকে, তার ঘনিষ্ঠ সহযোগী সিদ্দিক ধরা-ছোঁয়ার বাইরে থাকায় নগরবাসীর উদ্বেগ আরও বেড়েছে। এ ছাড়া অয়ন ওসমানের দেশত্যাগের পর থেকে সিদ্দিকের দাপট সাধারণ মানুষের নিরাপত্তাহীনতাকে আরও গভীর করেছে।
 

ভুক্তভোগী ও এলাকাবাসী দ্রুত সিদ্দিকসহ হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।