হবিগঞ্জে পুলিশের গুলিতে আহতের ঘটনায় সাবেক এসপিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৪ ০৬:৪৪ অপরাহ্ণ ৬১১ বার পঠিত
হবিগঞ্জে পুলিশের গুলিতে আহতের ঘটনায় সাবেক এসপিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

ঢাকা প্রেস,হবিগঞ্জ প্রতিনিধি:-


হবিগঞ্জে পুলিশের গুলিতে বিএনপি নেতাকর্মীদের আহতের ঘটনায় সাবেক পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম বাদী হয়ে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে এই মামলাটি দায়ের করেন।

মামলার বাদী সামছুল ইসলাম জানান, পুলিশ সশস্ত্র অবস্থায় বিএনপি নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি করেছে। এতে ছাত্রদল, যুবদল ও বিএনপির তিন শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এই ঘটনায় তিনি মামলা দায়ের করেছেন এবং এফআইআরের দাবি জানিয়েছেন। আদালত মামলাটি পুনরায় শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেন, আওয়ামী লীগ সরকারের পুলিশ বিএনপির শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি করেছে। এর আগেও একই ঘটনায় একটি মামলা করা হয়েছিল যা প্রভাব খাটিয়ে খারিজ করে দেওয়া হয়েছিল। তিনি আশা করেন, এবার আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় ন্যায় বিচার পাওয়া যাবে।