স্পোর্টস ডেস্ক:-
ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে গেছে এবং আজকের ম্যাচটি তাদের জন্য কেবল নিয়ম রক্ষার। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। শনিবার (১ মার্চ) করাচির জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি শুরু হবে।
ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ ও ফিল সল্ট
দক্ষিণ আফ্রিকা একাদশ:
এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, ত্রিস্টান স্টাবস ও রসি ফন ডার ডুসেন।
এছাড়া, আসরের প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। শেষ ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলে সেমিফাইনালের পথে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া প্রোটিয়ারা। আজকের ম্যাচে জয়ী হলে দক্ষিণ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে প্রবেশ করবে।