
বিমানবন্দর স্টেশনে চলমান বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে অস্ত্র ভর্তি একটি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটে ডগ স্কোয়াডসহ বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আর্মির একটি টিম ‘অপারেশন বনলতা’ নামে অভিযান পরিচালনা করেছে। তবে এখন পর্যন্ত কী পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। তিনি বলেন, এটি জানানো হলে রেলওয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করবে।
তবে রেলওয়ে পুলিশের এক সূত্রের বরাতে জানা গেছে, উদ্ধারকৃত ব্যাগে ছিল আটটি পিস্তল, ১৪টি ম্যাগাজিন এবং ২৬ রাউন্ড গুলি। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারি ঘটেনি।
বনলতা এক্সপ্রেস ট্রেনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এবং শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে নিয়মিত চলাচল করে।