ট্রাম্প-পুতিন ফোনালাপ: ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় সম্মত পুতিন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ   |   ৯১ বার পঠিত
ট্রাম্প-পুতিন ফোনালাপ: ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় সম্মত পুতিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
 

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর এ বিষয়ে সম্মতি জানান তিনি। ট্রাম্প জানান, যুদ্ধের কারণে যে প্রাণহানি ঘটছে, তা বন্ধ করা জরুরি বলে উভয়ে একমত হয়েছেন। বিষয়টি বার্তাসংস্থা আনাদোলু নিশ্চিত করেছে।
 

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন ও ট্রাম্পের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানান, আলোচনায় ইউক্রেন যুদ্ধ ছাড়াও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারের শক্তি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু উঠে এসেছে।
 

এছাড়া, দুই নেতা ভবিষ্যতে পারস্পরিক শক্তি ও স্বার্থকে কাজে লাগিয়ে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন।
 

ট্রাম্প আরও বলেন, প্রথমত উভয়েই একমত হয়েছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যে লাখো মানুষের প্রাণহানি ঘটছে, তা বন্ধ করা জরুরি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।