ঢাকা প্রেস,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:-
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির মাত্র ১০০ গজ দূরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত তাজভীর হোসেন সিহান (২৮), দক্ষিণ মৌচাক এলাকার তানভীর হোসেন নান্নুর ছেলে এবং উত্তরায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে, মৌচাক এলাকার হানিফ স্পিনিং মিলের কাছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তাজভীর হোসেন সিহান ভোরে তার কর্মস্থল উত্তরা যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন। ছুরিকাঘাতের পর তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলেও দুর্বৃত্তরা ততক্ষণে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাজভীরকে হত্যা করেছে।