রাঙ্গামাটিতে কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতাল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৫ ০৬:০১ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
রাঙ্গামাটিতে কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতাল

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি:


 

রাঙ্গামাটির পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। হরতাল শুরু হবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে এবং চলবে শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত।
 

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, ছাত্র সংগঠন নেতা রাকিব হাসান, নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমাম হোছাইন হরতালের কারণ তুলে ধরেন।
 

নেতারা অভিযোগ করেছেন, পার্বত্য জেলা পরিষদের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটা উল্লেখ নেই এবং শূন্যপদের তথ্যও স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি। সরকারি ৭ শতাংশ কোটা অমান্য করে ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি কোটার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বৈষম্যমূলক এবং মেধাবিরোধী বলে দাবি করেছেন তারা।
 

বক্তারা বলেন, "মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কোটা প্রথার নামে বৈষম্য আমরা মানি না। শান্তিপূর্ণভাবে দাবি জানানো হলেও সমাধান না পেয়ে বাধ্য হয়ে হরতালের ডাক দেওয়া হয়েছে।"
 

হরতালের অংশ হিসেবে ২০ ও ২১ নভেম্বর জেলা শহরের সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতায় থাকবে না।
 

হরতালের কারণে ২১ নভেম্বর নির্ধারিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরীক্ষা বাতিল বা সময় পরিবর্তন হবে কি না—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।