কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে আপ লাইনে ট্রেন চলতে গিয়ে উভয় দিকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে।
শনিবার দিবাগত রাত ০৪টার দিকে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে সামান্য উত্তরে সিগনাল লাইট সংলগ্ন স্থানে এঘটনা ঘটে।
শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিলেটগামী পাহাড়িকা ট্রেন স্টেশনে দাড়িয়ে রয়েছে। পাশের লাইনে উদ্ধারকারী রিলিফ ট্রেন অবস্থান করছে। রেললাইন ধরে হেঁটে গেলে দেখা যায়, লাইনের উপর নির্মিত ব্রিজের পরে ট্রেনের বগি লাইনচুত্য হয়ে পড়ে রয়েছে। ট্রেনের ইঞ্জিন বগিগুলো প্রায় ১০০ ফুট দূরে টেনে নিয়ে যায়। এসময় রেল লাইন বাঁকা হয়ে যায়। রেললাইনের নিচে দেওয়া সিমেন্টের স্লিপার ভেঙ্গে গিয়ে পাথর সরে যায়। বগি লাইনচ্যুত হয়ে কাঁত হয়ে পড়ে থাকে।
ঘটনাস্থলে থাকা আরএনবি সদস্য মাধব প্রতিনিধি কে বলেন, রাত আনুমানিক চারটির দিকে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। অবশিষ্ট বগিগুলো নিয়ে ইঞ্জিন বারৈয়ারঢালা স্টেশনে চলে যায়। সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের ডি.আর.এম ঘটনাস্থল পরদর্শন করেন। ট্রাফিক বিভাগ, ইনঞ্জিনিয়ারিং বিভাগের লোকজন উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।
সীতাকুণ্ড স্টেশন মাষ্টার মোঃ রাকিব উদ্দিন প্রতিনিধি কে বলেন, মালবাহী ট্রেনটির পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এ কারনে ডাউন লাইন বন্ধ রয়েছে। চট্টগ্রাম মুখী লাইন দিয়ে ট্রেন চলছে। এজন্য ট্রেন চলাচলে কিছুটা সময়ক্ষেপন হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে বলা যাবে।