নববর্ষ উদযাপন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন: র‍্যাব মহাপরিচালক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৫ ০১:০৭ অপরাহ্ণ   |   ৯৫ বার পঠিত
নববর্ষ উদযাপন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন: র‍্যাব মহাপরিচালক

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সারাদেশে র‍্যাবের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
 

রোববার সকালে রাজধানীর রমনা বটমূল এলাকা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বাংলা নববর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 

র‍্যাব প্রধান বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবে নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। রমনা বটমূলসহ সকল অনুষ্ঠানস্থলে র‍্যাবের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।”
 

এক প্রশ্নের উত্তরে তিনি চারুকলা এলাকায় আগুন লাগার ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, “এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের কোনো গাফিলতি থাকলে সেটিও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”