চাটগাঁইয়া ভাষায় হিপহপ গানে বিশ্বজয়ের স্বপ্ন সোহানার

প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ ৪২৩ বার পঠিত
চাটগাঁইয়া ভাষায় হিপহপ গানে বিশ্বজয়ের স্বপ্ন সোহানার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):


 

কক্সবাজারের সাগরপাড়ে বেড়ে ওঠা সোহানা রহমান এখন চাটগাঁইয়া ভাষায় হিপহপ গানের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নিতে চান। ইতোমধ্যেই তিনি কক্সবাজারের আঞ্চলিক ভাষার হিপহপ গান বিশ্বের কাছে তুলে ধরেছেন। তবে এই যাত্রা একেবারেই সহজ ছিল না।
 

সোহানার সঙ্গীতের পথচলার শুরু এবং তার কাজ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আসার গল্পটি বেশ অনুপ্রেরণামূলক। সম্প্রতি গণমাধ্যমে তিনি জানিয়েছেন, কিভাবে তার যাত্রা শুরু হয়, কোক স্টুডিওতে তার বাংলা গান রিলিজের অভিজ্ঞতা এবং সেই সময়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল।
 

সোহানা বলেন, "আমার এইচএসসি পরীক্ষার অল্প কিছুদিন বাকি থাকতেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি গানে মনোযোগ দেব। নভেম্বরের পুরো মাস গানের স্টুডিওতে যাওয়া-আসা করেছি। সঙ্গে বইও থাকত, কারণ পড়াশোনাও চালিয়ে যেতে হতো। গানের অভিজ্ঞতাটা ছিল সত্যিই রোমাঞ্চকর।"
 

কক্সবাজারে এমন ধরনের সঙ্গীতচর্চার সুযোগ একেবারেই কম, বলে জানান সোহানা। "আমি এখানে কোনো রকম সাহায্য পাইনি। ইন্টারনেট থেকেই শিখেছি। কুইন লতিফা আর মেসি এলিয়েটের গান আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করত। তাদের মতো আমিও পারব—এই জেদ থেকেই শুরু করেছিলাম," বলেন তিনি।
 

সোহানার লক্ষ্য পুরোপুরি একজন র‍্যাপার হওয়া। "আমাদের সমাজ, দেশ, এবং ইন্ডাস্ট্রিতে এই পথচলা খুব সহজ না, সেটা জানি। কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। এখন একটি অ্যালবামের ওপর কাজ করছি। অ্যালবামটি শেষ হলে একসঙ্গে অনেকগুলো গান রিলিজ করব," তিনি জানান।
 

সোহানা ইতোমধ্যে একটি গান লিখেছেন, যা কক্সবাজারে বেশ প্রশংসিত হয়েছে। তাঁর কাজ শুধু কক্সবাজার নয়, সারা দেশ এবং বিশ্বেও ছড়িয়ে পড়ুক—এটাই তার চাওয়া।