ঢাকা প্রেস নিউজ
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় গ্রহণ করেছে। ভারত সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন।
উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। দুর্গাপূজা উপলক্ষে ভারত সরকারের বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, ইলিশ রপ্তানির ফলে দেশের বাজারে ইলিশের দাম বাড়বে না। দেশে ইলিশের যথেষ্ট মজুদ রয়েছে। গত বছরও ভারত কম পরিমাণে ইলিশ আমদানি করেছিল। তবে, যদি রপ্তানির কারণে বাজারে ইলিশের দাম বাড়ে, তাহলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, গত ১১ আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছিলেন যে, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপরই ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। তবে, পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে।