মাদক নির্মূলে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা: ফরিদপুর জেলা প্রশাসক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১৬ অপরাহ্ণ   |   ৭৭ বার পঠিত
মাদক নির্মূলে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা: ফরিদপুর জেলা প্রশাসক

ফরিদপুর প্রতিনিধি:-

 

শিক্ষার্থীদের মাদকমুক্ত জীবনযাপন নিশ্চিত করে সমাজ ও দেশ থেকে মাদক নির্মূলের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তদুপরি, শিক্ষকদের প্রতি আজীবন শ্রদ্ধা প্রদর্শন এবং ভালো ফলাফল অর্জনের জন্য निरন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ সফলতা একদিন অবশ্যই আসবে।
 

এ কথা বলেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, মধুখালী উপজেলার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে।
 

মঙ্গলবার বিকেলে, মধুখালী উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল-এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
 

এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "অভিভাবক ও সকলের সঙ্গে ভালো ব্যবহার করে ভালোবাসা অর্জন করতে হবে, এবং সুনাগরিক ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে।"
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান, এবং উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ।
 

এছাড়া, ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।