স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের টাকা চুরির অভিযোগে শওকত গ্রেপ্তার

প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৪ ০২:৩৪ অপরাহ্ণ ০ বার পঠিত
স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের টাকা চুরির অভিযোগে শওকত গ্রেপ্তার

ঢাকা প্রেস
মোস্তাফিজুর রহমান,বিশেষ প্রতিনিধি:-


রাজধানী মতিঝিলে স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের টাকা চুরির অভিযোগে মতিঝিল থানায় মামলা করেন ভুক্তভোগি নাহিদ ইসলাম নামে এক যুবক। গত ১৯ নভেম্বর মামলার অভিযুক্ত আসামি শওকত আলি (৩৫) কে টাকাসহ আটক করেন মতিঝিল থানার একটি চৌকস দল। মতিঝিল থানার মামলা নম্বর ১৬ তারিখ ১৯-১১-২০২৪ ধারা পেনাল কোড ৩৮১ দঃ বিঃ ।


 



জানা গেছে চোরাই টাকা উদ্ধারে মতিঝিল বিভাগ এর উপপুলিশ কমিশনার শাহরিয়ার আলির নির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার হোসাইন ফারাবির সার্বিক তত্ত্বাবধানে মতিঝিল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিনের সহযোগিতায় মামলার তদান্তকারী কর্মকর্তা এস আই শাহনেওয়াজ এর সঙ্গীয় ফোর্স এস আই শাহিন আলম ,কং আজিজুল হক, কং লুৎফর রহমানসহ  একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। তথ্য প্রযুক্তির সহযোগিতায় লালমনির হাট জেলার কালিগঞ্জ থানার দলগ্রাম শ্রীখাতা বাজারে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি নুরুল আমিনের ছেলে শওকত আলিকে গ্রেপ্তার করেন। ২০ নভেম্বর গ্রেপ্তারের পর তার দ্যেখানো মতে রাত অনুমান ৪ টার দিকে কালিগঞ্জ থানার দলগ্রাম বরান্তের গ্রামে তাঁর বড় বোন সুমি আক্তারের বাড়ির মাটির নিচ থেকে ১৯ লাখ একাত্তর হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়। ২২ নভেম্বর অত্র মামলায় আদালতে চালান করা হলে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবান বন্দি প্রদান করেন।


ঢাকা প্রেস ডটকম 'কে ঘটনার সত্যতা নিশ্বিত করেন মতিঝিল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন।