ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ রেখে বন্যাকবলিতদের পাশে বিআরটিসি

প্রকাশকালঃ ৩১ আগu ২০২৪ ০৫:৫২ অপরাহ্ণ ৫২৯ বার পঠিত
ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ রেখে বন্যাকবলিতদের পাশে বিআরটিসি

ঢাকা প্রেস
আখাউড়া প্রতিনিধি:-


 

দেশের একমাত্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি সবসময় দুর্যোগকালীন পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে, সাম্প্রতিক বন্যাকালীন সময়ে ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে।
 

শনিবার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদে আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
 

তিনি বলেন, "বিআরটিসি সবসময় সরকারের যেকোনো দুর্যোগকালে পাশে আছে। ছাত্র-জনতা যখন টিএসসিতে ত্রাণ কার্যক্রম শুরু করে আমরা প্রথম দিন থেকে বিআরটিসির ট্রাক সহায়তা দিয়ে প্রতিনিয়ত তাদের পাশে ছিলাম।"
 

চেয়ারম্যান আরও জানান, ২০২১ সালের আগে বিআরটিসি অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলেও বর্তমান সরকারের উদ্যোগে সংস্থাটি পুনরুজ্জীবিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিআরটিসি আরও ভালোভাবে দেশের জনগণের সেবা করবে।
 

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান হাবীবসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
 

অনুষ্ঠানে বন্যাকবলিত কসবা উপজেলার ২০০ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।