বাংলাদেশ রেলওয়ে মেডিকেল এমপ্লয়ীজ এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ মার্চ ২০২৫ ০১:২১ অপরাহ্ণ   |   ৪০১ বার পঠিত
বাংলাদেশ রেলওয়ে মেডিকেল এমপ্লয়ীজ এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:-

 

নবগঠিত বাংলাদেশ রেলওয়ে মেডিকেল এমপ্লয়ীজ এসোসিয়েশন ঢাকা শাখার সভাপতি  স্বনামধন্য ডেন্টিস্ট্রি মাজহারুল ইসলাম খান হীরা  এবং  সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে   রেলওয়ে হাসপাতাল চত্বরে  আলোচনা সভা, পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি , ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়। উক্ত অনুষ্ঠানে 

 



প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখেন  প্রধান চিকিৎসা কর্মকর্তা স্বনামধন্য ডাঃ ইবনে সফি আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   ডিএমও/ঢাকা ডাঃ সাজেদা বেগম  ডেইজী, এডিএমও /ঢাকা ডাঃ তূহিন বিনতে হালিম, সহকারী সার্জন ডাঃ আন্জুমান আরা, ডাঃ ইয়াসিন আহমেদ মাসুম, ডাঃ ফাহমিদা ইয়াসমিন এবং গাইনী বিশেষজ্ঞ ডাঃ সামসুন নাহার এবং মেডিকেল এমপ্লয়ীজ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবায়ক জফির উদ্দিন আক্কু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় উপস্থিত কেন্দ্রীয় কমিটির আহবায়ক  জফির উদ্দিন আক্কু সহ আরো উপস্থিত ছিলেন আব্দুল আবদুল মালেক , শাকিল , নাজমা, টুম্পা সরকার , রিংকু, নদিয়া, জয়দে ব, জাকির হোসেন, মাহবুব, সুমন, শিশির, সাদিকা প্রমূখ আগামী ০৩ বৎসরের জন্য নবগঠিত বাংলাদেশ রেলওয়ে মেডিকেল এমপ্লয়ীজ এসোসিয়েশন ঢাকা শাখার কমিটির নাম উপস্থিত হাউসের  উদ্দেশ্যে নাজমুল হক টিটু ঘোষনা করেন। সভায় উপস্থিত সকলে করতালির মাধ্যমে ঘোষিত কমিটির প্রতি পুর্ন সমথর্ন জানান। পরে সকলের মধ্যে  ইফতার বিতরন করা হয়। সুন্দর এবং মনোরম পরিবেশে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে হাসপালের সকল কর্মকর্তা এবং কর্মচারীরা সার্বিকভাবে সহযোগিতা করেন এবং এ রকম সুন্দর  আয়োজনের জন্য সকলে সন্তোষ্টি প্রকাশ করেন।