পাবান দিলালপুরে আকতার উজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৫ অপরাহ্ণ   |   ১৬৬ বার পঠিত
পাবান দিলালপুরে আকতার উজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-

 

পাবান দিলালপুর পাথর তলা নিবাসী আকতার উজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক কিছুদিন ধরে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় বাড়িতে কেউ ছিল না।
 

পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে দেখেন, তালা ঠিকমতো থাকলেও বাসার পিছনের ভেন্টিলেটর ভেঙে চোরেরা প্রবেশ করেছে। এ ঘটনায় ১১ ভরি সোনা-গহনা এবং কিছু নগদ টাকা লোপ পেয়ে গেছে।
 

স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।