ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে এক নারীর মৃত্যু ঘটে। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়ের করলে, ১৩ ডিসেম্বর হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার হন অর্জুন। গ্রেপ্তারের পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান।
১৪ ডিসেম্বর, শনিবার সকালে জেল থেকে মুক্তি পেয়ে সংবাদমাধ্যমের সামনে আল্লু অর্জুন বলেন, “নিহত পরিবারের প্রতি আমি গভীরভাবে শোকিত। পুরো ঘটনার জন্য আমি দুঃখিত। আমি দেশের আইনকে সম্মান করি এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে, তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করব।”
এদিকে, শনিবার সকালে আল্লু অর্জুন বাড়ি ফিরতেই, তার কাছে ছুটে যান স্ত্রী স্নেহা রেড্ডি। স্বামীর বুকে মাথা রেখে তিনি আবেগতাড়িত হয়ে অঝোরে কাঁদেন। স্নেহা ও আল্লুর এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি নেটপাড়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, জুবিলি হিলসের বাড়ির প্রবেশপথে স্নেহা রেড্ডি দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং স্বামীকে দেখামাত্রই তিনি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন।
আল্লু অর্জুন তাদের দুই ছেলেমেয়েকে কোলে তুলে, তাদের গালে চুম্বন করে বাড়িতে প্রবেশ করেন। ‘পুষ্পা’ অভিনেতার পরিবারকে একত্রিত দেখে তার ভক্তরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।
এই আবেগঘন ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সামাজিক মাধ্যমে লিখেন, “আমি কিন্তু কাঁদছি না, ঠিক আছে!” এবং অশ্রুবিহ্বল ইমোজি যোগ করেন।
সামান্থা নিজেও পরিবারকে অনেক ভালোবাসেন। একসময় তিনি চেয়েছিলেন, প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সন্তানদের মা হতে, তবে সে ইচ্ছা অপূর্ণ থেকে গেছে। এখন তার স্বপ্ন, নিজের পরিবার গড়ে তোলা। সাম্প্রতিক সময়ে, নাগা চৈতন্য বিয়ে করেছেন দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে।
অল্লু অর্জুন বাড়ি ফিরলে, নাগা চৈতন্য তাকে দেখতে যান এবং বন্ধুকে আলিঙ্গন করেন।
এদিকে, সংবাদমাধ্যমে মুখ খুলে আল্লু অর্জুন জানান, ঘটনার জন্য তিনি অত্যন্ত দুঃখিত। তিনি বলেন, ৪ ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটে, তাতে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না।