ধানখেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ০৪:৩৮ অপরাহ্ণ ০ বার পঠিত
ধানখেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,ময়মনসিংহ প্রতিনিধি:-

 

ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের একটি ধানখেত থেকে আকাশ মিয়া (২৩) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আকাশ মিয়া সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে।
 

ঘটনাটি ঘটে বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিরতার টেকেরবাড়ি এলাকায়। পুলিশের ধারণা, ছিনতাইকারীরা আকাশকে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আকাশ মিয়া প্রায় এক বছর ধরে ইজিবাইক চালাতেন। মঙ্গলবার বিকেলে ভাড়ায় চালিত নিজের ইজিবাইক নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। তবে রাত সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
 

রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে রক্তের দাগ দেখতে পান। সন্দেহ হলে তারা খোঁজ নিয়ে পাশের ধানখেতে আকাশের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই আকাশকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
 

ওসি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।