কমিটি প্রত্যাখ্যান, ৫ দফা দাবি জানালেন প্রকৌশল শিক্ষার্থীরা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ আগu ২০২৫ ০৮:৩২ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
কমিটি প্রত্যাখ্যান, ৫ দফা দাবি জানালেন প্রকৌশল শিক্ষার্থীরা

অন্তর্বর্তী সরকারের গঠিত ‘নিরীক্ষা কমিটি’ প্রত্যাখ্যান করে নতুন করে ৫ দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনরত বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল শিক্ষার্থীরা। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক্সিট গেটের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ। পরে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 

জুবায়ের আহমেদ বলেন,
“আজকের হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে এবং জবাবদিহি করতে হবে। হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে আমাদের সহপাঠী রোকনের ওপর হামলার দায়ীদের শাস্তি দিতে হবে। পুলিশের ভূমিকার বিষয়েও দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

 

তিনি আরও জানান, শিক্ষার্থীরা সরকার ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেছেন। পরিবর্তে দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। পূর্বে ঘোষিত ৩ দফা দাবিও দ্রুত কার্যকর করতে হবে নির্বাহী প্রজ্ঞাপনের মাধ্যমে। এছাড়া তিন উপদেষ্টা—ড. ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে আন্দোলনস্থলে এসে শিক্ষার্থীদের নিশ্চয়তা দিতে হবে। আহতদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বুধবারের পুলিশি হামলায় অন্তত ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
 

এর আগে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেয়। দুপুর দেড়টার দিকে যমুনা অভিমুখে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য ও শিক্ষার্থী আহত হন।
 

এরপর থেকে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। জনগণের ভোগান্তি কমাতে কাঁটাবন, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড় ঘিরে বিকল্প সড়ক চালু রাখা হয়েছে।”