চট্টগ্রাম বন্দর-ইপিজেডে অবস্থিত ঔষধ ব্যবসায়ী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লি. এর উদ্যোগে ২ নভেম্বর, রোববার সকালে নগরের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মূল আলোচনার বিষয় ছিল সরকারি এমআরপি বাস্তবায়ন, কমিশন বৃদ্ধিসহ ৭ দফা ন্যায্য দাবি। সভায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় কমিটি ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি খাঁন মোঃ সাইফুল, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসাইন। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি বাবুল লাল কান্তি এবং জেলা সদস্য মোঃ শাহজাহান। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাসেল, উপদেষ্টা সদস্য রতন দাশ, ডাঃ পি.কে দাশ, সমিতির অন্যান্য সংগঠক ও সিনিয়র সদস্যবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, তাদের দাবিগুলো হলো:
সরকারি এমআরপি বাস্তবায়ন নিশ্চিত করা,
কোম্পানির কমিশন ১২% থেকে ২৫% বৃদ্ধি করা,
ফার্মেসি কোচ ছাড়া ঔষধ বিক্রি বন্ধ করা,
ড্রাগ লাইসেন্স বিহীন দোকান/প্রতিষ্ঠান পরিচালনা বন্ধ করা,
অযাচিত ভোক্তাধিকার বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা,
ন্যায্য ঔষধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা করা।
তাদের মতে, এই ৭ দফা বাস্তবায়ন না হলে এক দিনের ধর্মঘট ঘোষণা করা হতে পারে। তবে শেষ পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদপ্তরের আশ্বাস পাওয়ার পর আগামীকালের ধর্মঘট স্থগিত করা হয়।
সভায় সভাপতি খাঁন মোঃ সাইফুল জানান, শীঘ্রই সমিতির সাধারণ সভা আহ্বান করা হবে।