অভিনেত্রী খুশবু পার্টিতে নিয়ে হত্যার অভিযোগ

প্রকাশকালঃ ১২ জুন ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ ৫২৯ বার পঠিত
অভিনেত্রী খুশবু পার্টিতে নিয়ে হত্যার অভিযোগ

পাকিস্তানের টিভি নাটক অভিনেত্রী খুশবু খানকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এতে শোকের ছায়া নেমেছে দেশটির শোবিজ অঙ্গনে। একের পর এক দুঃসংবাদ বিনোদন অঙ্গনে। ভারতের অভিনেত্রী নূর মালবিকা দাসের আকস্মিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই পাকিস্তানে খুশবু হত্যা!

 

পাকিস্তান গণমাধ্যম সামা নিউজের তথ্যমতে, সোমবার নওশেরা জেলার ওয়াপদা কলোনি এলাকায় একটি ফসলের মাঠ থেকে অভিনেত্রী খুশবুর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে খুশবুর ভাই একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরই মধ্যে ওই দুই সন্দেহভাজন শওকত ও ফালাক নিয়াজকে আটক করেছে পুলিশ।

 

পুলিশের মনে করছে, অভিনেত্রী খুশবু যে অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানেই উপস্থিত ছিলো ওই সন্দেহভাজন ব্যক্তিরা। যদিও খুশবুকে অন্য এক জায়গায় নিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর ফসলের খেতে মরদেহ ফেলে রেখেছিল । এ ঘটনায় আলামত সংগ্রহ করে শুরু হয়েছে তদন্ত। এদিকে অভিনেত্রীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় ‘সামা নিউজ’।

 

খুশবুর ভাইয়ের অভিযোগ, অভিযুক্তরা শুধু তাদের আয়োজিত অনুষ্ঠানেই খুশবু খানকে কাজে নিতে বাধ্য করার চেষ্টা করে আসছিল এবং তাকে ইন্ডাস্ট্রিও ছেড়ে দিতে বলেছিল। কিন্তু তাতে রাজি হননি তার বোন খুশবু। তাদের শর্তে রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তিদের একটি পার্টিতে যেতে খুশবুকে জোর করা হয়। সেখানে নিয়ে পরিকল্পনামাফিক  টিভি নাটক ‘পশতু’ অভিনেত্রী খুশবুকে হত্যা করা হয়। খুশবু খান পাকিস্তানের টেলিপর্দা, সিনেমা এবং নাট্যমঞ্চের একজন বড় তারকা। পশতু ভাষার নাটকে অভিনয়ের জন্য তিনি বেশি জনপ্রিয়তা লাভ করেন।