ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৫ জুন। ওইদিন বিকেল ৫টায় এ অধিবেশন বসবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
ঢাকা প্রেসঃ
আগামী ৫ই জুন, বুধবার বিকেল ৫ টায় জাতীয় সংসদ ভবন অনুষ্ঠিত হবে।
এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংসদের কার্য-উপদেষ্টা কমিটি আলোচনার মাধ্যমে মেয়াদ নির্ধারণ করবে।
যে বিষয়গুলি আলোচিত হবে?
রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাব। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। এছাড়াও, সরকারের নীতি ও কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে।
এবারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী। এটি তার প্রথম বাজেট হবে। সংবিধান অনুযায়ী, অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।