৮ বছর পর শিরোপার স্বাদ পেল আর্জেন্টিনা

প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০৭:১২ অপরাহ্ণ ০ বার পঠিত
৮ বছর পর শিরোপার স্বাদ পেল আর্জেন্টিনা

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-

 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্টের ১০তম আসর গত ১৪ নভেম্বর পেরুর লিমায় শুরু হয়েছিল। গতকাল (রোববার, ২৪ নভেম্বর) কলম্বিয়া ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের মাধ্যমে পর্দা নামে এই প্রতিযোগিতার। ফাইনালে কলম্বিয়াকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা।
 

আর্জেন্টিনা তাদের প্রথম শিরোপা জিতেছিল ২০১৬ সালে। এর আগে অনুষ্ঠিত বাকি আটটি আসরে শিরোপা জিতেছিল ব্রাজিল। এবার টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই ৩-২ গোলে এগিয়ে যায় তারা। আলবিসেলেস্তাদের পক্ষে গোল করেন সোনের, আলভারেজ, গ্রানাডা এবং সিলগুয়েরো।
 

এর আগে সেমিফাইনালে চমক দেখিয়েছিল আর্জেন্টিনা। ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটিতে জয়ী হয়ে সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল, আর আর্জেন্টিনা গ্রুপ রানার্সআপ হয়েছিল। তবে সেমিফাইনালে ব্রাজিলের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়, আর সুযোগটা কাজে লাগিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।
 

অন্যদিকে কলম্বিয়া সেমিফাইনালে প্যারাগুয়েকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে। তবে ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে শিরোপার স্বপ্ন ভেঙে যায় তাদের।
 

সেমিফাইনাল ও ফাইনালে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে আর্জেন্টিনা ৮ বছর পর ফুটসাল টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে। তাদের এই জয় দক্ষিণ আমেরিকার ফুটসাল অঙ্গনে নতুন ইতিহাস তৈরি করেছে।