পলাশবাড়ীতে বিপুল পরিমাণ গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ মে ২০২৪ ০৮:৩৪ অপরাহ্ণ   |   ৯১৬ বার পঠিত
পলাশবাড়ীতে বিপুল পরিমাণ গাজাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজুল ইসলাম রতন (পলাশবাড়ী প্রতিনিধি):-




গাইবান্ধার পলাশবাড়ীতে বিপুল পরিমাণ গাজাসহ আনোয়ারুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন ১৫ মে বুধবার রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের মহেশপুর নামক স্থানে চেকপোস্ট পরিচালনা করে “বসুন্ধারা পরিবহন”নামে  যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ আনোয়ারুল ইসলাম নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার ইসলাম লালমনিরহাট জেলার 

আদিতমারী উপজেলার শালমারা ভেলাবাড়ী গ্রামের 

হাবেল উদ্দিনের ছেলে। 

 

 এই ব্যাপারে পলাশবাড়ী থানার মামলা নং-১৮, তারিখ-১৫/০৫/২০২৪ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯(খ) রুজু করা হয়। 

 

তিনি আরো বলেন সকল ধরনের অপরাধ নিবারণকল্পে পলাশবাড়ী থানা পুলিশের গ্রেফতারী

 অভিযান অব্যহত আছে।