দুদকে ‘অতিগোপন’ অভিযোগ জমা দিলেন এনসিপির দুই শীর্ষ নেতা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ এপ্রিল ২০২৫ ০৬:৩৩ অপরাহ্ণ   |   ১২০ বার পঠিত
দুদকে ‘অতিগোপন’ অভিযোগ জমা দিলেন এনসিপির দুই শীর্ষ নেতা

ঢাকা প্রেস নিউজ ডেস্ক:-

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা কমিশনের কাছে কিছু 'অতিগোপনীয়' অভিযোগ লিখিতভাবে দাখিল করেন।
 

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে তারা এই অভিযোগ জমা দেন।
 

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা কিছু অভিযোগ নিয়ে এসেছি, যা লিখিতভাবে দুদককে জানিয়েছি।”


তবে অভিযোগের ধরন কিংবা কার বিরুদ্ধে তা— জানতে চাইলে তিনি বলেন, “এগুলো ভেরি কনফিডেনশিয়াল। এগুলো এখনই প্রকাশ করা হলে, অভিযোগের গোপনীয়তা থাকবে না এবং অপরাধীরা সতর্ক হয়ে যেতে পারে।”

 

এ প্রসঙ্গে সারজিস আলম বলেন, “দুদক অতীতে অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে— কেউ কেউ তাদের ক্ষমতা কাজে লাগিয়ে সাম্রাজ্য গড়েছে, আবার অনেক সাধারণ মানুষ অহেতুক হয়রানির শিকার হয়েছেন। আমরা চাই, এখন সেই অতীত যেন আর না ফিরে আসে। আমরা যেটুকু জানাতে চেয়েছি, তা লিখিতভাবেই জানিয়েছি। এর বাইরে আপাতত কিছু বলছি না।”