জেলা প্রতিনিধি (জামালপুর):-
কেন্দ্রীয় নির্দেশনায় মাদারগঞ্জে গত ১৬ সেপ্টেম্বর হতে শুরু করে পর্যায় কমে প্রতি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা সফল ভাবে সম্পূর্ণ করে।
রোজ শুক্রবার বিকাল ৩টার সময় তেঘরিয়া শাহেদ আলী স্কুল এন্ড কলেজ মাঠে কর্মী সভা টি অনুষ্ঠিত হয়। কর্মী সভাটি সফল করার লক্ষ্যে নেতা কর্মীরা সমাবেশ স্থলে মিছিল নিয়ে জডো হয়।
মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান সঞ্চালনায় ও মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম রাসেল সভাপতিত্বে।কোরআন তিলাওয়াত পাঠ করে প্রথম অধিবেশনের কাজ শুরু হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হুমায়ুন কবির।
মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মোজা, মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল-মামুন, মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল, মাদারগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, মাদারগঞ্জ এ এইচ জেট সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজু ,সহ আরো অনেকেই।
বক্তারা বক্তব্যে তুলে ধরেন বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের রাজপথে যারা জেল জুলুম নির্যাতন অপেক্ষা করে মাঠে ছিলেন তাদের কেই যেন এই কমিটিতে রাখা হয়।
নেতাকর্মীদের বক্তব্যের মধ্যে দিয়েই প্রথম অধিবেশনের অনুষ্ঠান শেষ হয়।
দ্বিতীয় অধিবেশনে আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীতা নেওয়া হয়।
আহ্বায়ক পদপ্রার্থী ১৩ জন ও সদস্য সচিব পদপ্রার্থী ১৬জন মোট প্রার্থী ২৯জন। প্রার্থীতা নিয়েই দ্বিতীয় অধিবেশন ও কর্মী সভা শেষ হয়।