১২৫ বছরের মধ্যে শক্তিশালী হারিকেন ‘হেলেনের’ আঘাত, নিহত বেড়ে ৪৫

প্রকাশকালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ ১০৪২ বার পঠিত
১২৫ বছরের মধ্যে শক্তিশালী হারিকেন ‘হেলেনের’ আঘাত, নিহত বেড়ে ৪৫

ঢাকা প্রেস-

বার্তাকক্ষ-

 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে শক্তিশালী হারিকেন হেলেনের আঘাতে বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্যাটাগরি-৪ এই ঘূর্ণিঝড়টি গত বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চলে আছড়ে পড়ে, ঘণ্টায় প্রায় ২২৫ কিলোমিটার বেগে।

এই ভয়াবহ ঘটনায় অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৪৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অন্ধকারে নিমজ্জিত হয়েছে। ফ্লোরিডার গভর্নর রন ডিসানটিস জানিয়েছেন, হারিকেন হেলেনের তীব্রতা ২০২৩ সালে আঘাত হানা হারিকেন ইডালিয়ার চেয়ে অনেক বেশি ছিল। তিনি আরও বলেন, এই ঘটনাটি ১২৫ বছরের মধ্যে ফ্লোরিডায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন।

গভর্নর ডিসানটিস নিজে হেলিকপ্টারে করে উপকূল পরিদর্শন করেছেন এবং সেখানে চিত্র ভয়াবহ দেখেছেন। কেয়াটন সৈকতে অবস্থিত সব বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ২০ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতি আরও বেড়েছে।

ফ্লোরিডা উপকূলের টাম্পা, ন্যাপলস ও সেন্ট পিটার্সবার্গ এলাকায় বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। বহু নৌযান উল্টে গেছে, গাছ উপড়ে পড়েছে, যানবাহন পানিতে ডুবে গেছে এবং রাস্তাঘাটগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।